সোমবার, ১৮ মে, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

মুলাদীতে অনুদানের চেক হস্তান্তর

বরিশালের মুলাদীতে ধর্ম মন্ত্রণালয়ের অনুদানের প্রায় ২০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ ধর্ম মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চেক ইউএনও শুভ্রা দাসের কাছে হস্তান্তর করেন। এ অনুদানের বিষয়ে সার্বিক সহযোগিতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান মিন্টু। এ সময় উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু উপস্থিত ছিলেন। অনুদানের টাকা পেয়ে মসজিদ-মন্দির কমিটির সভাপতি-সম্পাদক এবং হতদরিদ্র পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাজী মিজানুর রহমান মিন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আইসিইউ উদ্বোধন

ফেনী আধুনিক সদর হাসপাতালে ১০ বেডের আইসিইউ (দুটি ভ্যান্টিলেটরসহ) ইউনিটের উদ্বোধন করা হয়েছে। গতকাল ফেনী সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আরও একধাপ এগিয়ে গেল ফেনী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা। -ফেনী প্রতিনিধি

এক হাজার পরিবারে খাদ্য বিতরণ

ঈদে পরিবার ও স্বজনদের জন্য পোশাক না কিনে মাদারীপুর সদর উপজেলার এক হাজার অসহায় পরিবারের মধ্যে খাবারসহ ঈদ সামগ্রী বিতরণ করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য শাহাবুদ্দিন ফরাজী। শুক্রবার মাদারীপুর সদর উপজেলায় তার নিজের বাড়িতে এই খাবার সামগ্রী বিতরণ করেন তিনি। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ডাল ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ লিটার ও ১ প্যাকেট সেমাই দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি

কাপ্তাই হ্রদে পোনা মাছ অবমুক্ত

কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হয়েছে প্রায় ৩০ টন কার্প জাতীয় পোনা মাছ। এছাড়া বেকার দরিদ্র জেলেদের মাঝে ভিজিএফের চালও বিতরণ করা হয়। গতকাল রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদফতর বিএফডিসির উদ্যোগে ফিশারিঘাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলাম, ইউএনও ফাতেমাতুজ্জোহরা উপমা উপস্থিত ছিলেন।

-রাঙামাটি প্রতিনিধি

লকডাউন নিশ্চিত না হলে প্রস্তুতি ভেস্তে যাবে

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) সংসদীয় এলাকাসহ পুরো নারায়ণগঞ্জ জেলাকে গত ৮ এপ্রিল থেকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। সোনারগাঁ উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামসহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে করোনা মোকাবিলায় আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। কিন্তু পরিপূর্ণ লকডাউন নিশ্চিত করতে না পারলে করোনা মোকাবিলার সব উদ্যোগই ভেস্তে যাবে।

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়ায় চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। -সোনারগাঁ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর