মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

সড়কে ঝরল সাত প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল সাত প্রাণ

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাড়কের বাসাইল উপজেলার গুল্লা নামক স্থানে গতকাল বিকালে সিএনজিচালিত অটোরিকশা  নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক যাত্রী নিহত হয়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার তাড়াইল নামক স্থানে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম আবদুল হালিম (৬০)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আবদুল হাকিমের ছেলে। অপরজন হলেন জামাল হোসেন (৫৫)। তার পরিচয় জানা যায়নি। নেত্রকোনা : জেলার কেন্দুয়া উপজেলায় রবিবার দিবাগত রাতে ধানবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকের হেলপার। নিহত ট্রাকচালক হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চারতলা গ্রামের সাদেক মিয়ার ছেলে বেলায়েত হোসেন (২৬)। দিনাজপুর : ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে গতকাল দুপুরে পিকআপ ও অটোরিকশা সংঘর্ষে ইয়ানুর রহমান নামে এক অটোচালক নিহত হয়েছেন। নিহত ইয়ানুর রহমান ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সৈয়দপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। জয়পুরহাট : জেলার বানিয়াপাড়া পুলিশ বক্স এলাকায় গতকাল সকালে মালবোঝাই ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মাসুদুর রহমান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তেলাল গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জ : করিমগঞ্জে গতকাল সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত আছাব উদ্দিন (৪০) করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গাঙপাড় গ্রামের শুক্কুরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। আহত যাত্রী আমেনা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর