মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার গায়ে মল ছিটিয়ে টাকা ছিনতাই

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আবারও গায়ে মল ছিটিয়ে এক মুক্তিযোদ্ধার ভাতার ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মুক্তিযোদ্ধা ওয়াজ আলী সোনালী ব্যাংক দৌলতপুর শাখা থেকে ভাতার ১২ হাজার টাকা তুলে ব্যাংকের বাইরে আসেন। তখন ছিনতাইকারীরা তার গায়ে মল ছিটিয়ে তা পরিষ্কার করার জন্য বলে তাকে উপজেলা পরিষদ চত্বরে মসজিদে নিয়ে যায়। সেখানে ছিনতাইকারী চক্রের এক সদস্য টাকার ব্যাগটি তার হাতে দিয়ে ওয়াজ আলীকে মসজিদের ট্যাপে পোশাকে লেগে থাকা নোংরা পরিষ্কার করতে বলে। মুক্তিযোদ্ধা টাকাভর্তি ব্যাগটি তার হাতে দিয়ে ট্যাপের পানি দিয়ে নোংরা পরিষ্কার করতে গেলে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। ওয়াজ আলী এসে টাকা ও ওই ছেলেকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

 টাকা ছিনতাই হওয়া মুক্তিযোদ্ধার বাড়ি উপজেলার আমদহ গ্রামে। দৌলতপুরের ইউএনও শারমিন আক্তার বলেন, দৌলতপুর থানার ওসিকে বলেছি বিষয়টি দেখার জন্য। উল্লেখ্য, গত ৩ মে সিরাজনগর এলাকার মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ভাতার ৩০ হাজার টাকা ছিনতাই করে নেয় ওই চক্র। একই কায়দার সোমবার আরেক মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই হলো। একইভাকে জেলায় আরও আটজনের টাকা ছিনতাই হয়েছে। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় শঙ্কিত কুষ্টিয়াবাসী।

সর্বশেষ খবর