বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

মিটবে পানির চাহিদা বাড়বে চাষাবাদ

পুনর্ভবায় হচ্ছে সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো

দিনাজপুর প্রতিনিধি

মিটবে পানির চাহিদা বাড়বে চাষাবাদ

পুনর্ভবা নদীতে এগিয়ে চলছে সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো প্রকল্পের কাজ -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুর সদর উপজেলার দক্ষিণাংশে খরা মৌসুমে পানির সংকট তীব্র আকার ধারণ করে। ওই এলাকার সংকট নিরসন ও মাটির নিচের পানির লেয়ার বৃদ্ধির লক্ষ্যে পুনর্ভবা নদীর ওপর ‘সমন্বিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো’ নামে একটি প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। করোনা পরিস্থিতির কারণে কিছুটা সময় লাগলেও আগামী দুই মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগীয় কর্মকর্তা। ৫৬ কোটি টাকার এ প্রকল্প চালু হলে সদর ও বিরল উপজেলার কয়েক গ্রামের কৃষি, সেচসহ খাবার পানি চাহিদা মেটাতে ভূমিকা রাখবে। এছাড়া প্রকল্পটি চালু হলে বাড়বে আবাদি জমি। পাশাপাশি স্লুইচ গেটের ওপর দিয়ে ৫০০ মিটার সংযোগ সড়কের কাজ শেষ হলে নদীর দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। নদীর ওপারের মানুষের শহরে আসতে কমবে প্রায় ১৬ কিলোমিটার রাস্তা। পুরো বছর নদীর পানি ধরে রাখার ফলে এই অঞ্চলের পানির লেয়ার বৃদ্ধি পাবে। এতে নদীসহ এলাকার পুকুরে মাছ চাষের প্রচুর সম্ভাবনা তৈরি হবে। বাড়বে কর্মসংস্থান। এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুম আসার আগেই এই প্রকল্পের কাজ শেষ করা প্রয়োজন। তবেই আগামী খরা মৌসুমে এর সুফল পাওয়ার পাশাপাশি বর্ষায় নদী পারাপারে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। স্থানীয়রা জানায়, দিনাজপুর সদর উপজেলার দক্ষিণাংশ ও বিরল উপজেলার কয়েকটি গ্রামে প্রতিবছর খরা মৌসুমে পানি সংকট দেখা দেয়। সেচের পানির অভাবে কৃষকদের পড়তে হয় বিপাকে। ভূগর্ভে পানির স্তর নেমে যাওয়ায় খাবার পানিরও সংকট তৈরি হয়। পাউবোর রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ জানান, এই অঞ্চলের মানুষের পানির সংকটের কথা বিবেচনা করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে প্রকল্পটি চালু করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর