বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

করোনা ঝুঁকি বাড়াচ্ছে পশুর হাট

সাইফুর রহমান রানা, বদরগঞ্জ (রংপুর)

করোনা ঝুঁকি বাড়াচ্ছে পশুর হাট

দূর থেকে দেখলে মনে হবে ঐতিহ্যবাহী বদরগঞ্জ মেলার চিত্র। কিন্তু বাস্তবে এটি বদরগঞ্জ পৌরশহরের পশুর হাট। গরু, ছাগল, হাঁস-মুরগি কি নেই এই হাটে। দেদারছে চলছে কেনাবেচা। সীমিত পরিসরে হাট পরিচালনার কথা থাকলেও জনসমাগম এতটাই যে-হাট কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সামাজিক দূরত্বসহ কোনো ধরনের স্বাস্থ্যবিধির মেনে চলার বালাই নেই সেখানে। ফলে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। গতকাল  হাটে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাছের ছাঁয়ায় চেয়ার নিয়ে গাদাগাদি করে বসে হাট মনিটরিং করছে কর্তৃপক্ষের লোকজন। বদরগঞ্জ পৌরশহরের মুন্সিপাড়ার লুৎফর লোহানি জানান, পশুহাট বসলে জনসমাগমতো হবেই। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাবে। সীমিত পরিসরে ও সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার কথা থাকলেও কিছুই মানা হচ্ছে না। বদরগঞ্জ হাট ইজারাদার রবিউল ইসলাম রবি জানান, পশু হাট চালানোর অনুমতি আমাদের আছে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরশাদ হোসেন জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বেশি জনসমাগম করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তিনি আরও জানান, বদরগঞ্জ উপজেলার মানুষ করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। হাটবাজারে জনসমাগম ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। ইউএনও (ভারপ্রাপ্ত) শরিফুল আলম জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে হাট চালাতে পারে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ মুহাম্মদ ফয়েজুল আলম জানান, হাটে অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। রশিদ বই ছাড়া সাদা কাগজে ক্রয়-বিক্রয় করা অন্যায়। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সর্বশেষ খবর