বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

বাজারে জনস্রোত, বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

বাজারে জনস্রোত, বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি

কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ বাজার ঘিরে করোনা ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। ঈদ সামনে রেখে প্রতিদিন এ বাজারে লাখো মানুষের সমাগম ঘটছে। কেউ স্বাস্থ্যবিধি না মানায় এখান থেকে ব্যাপক সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকদের। লাকসামের ইউএনও ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম সাইফুল আলম জানান, করোনা সংক্রমণের ঝুঁকির বিষয় বিবেচনায় নিয়ে জরুরি সভায় বৃহস্পতিবার (আজ) থেকে দৌলতগঞ্জ বাজারে জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সব মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকজন চিকিৎসক জানান, কয়েকদিনে লাকসাম বাজারে যে জনস্রোত দেখা গেছে তাতে মনে হয়নি মানুষের করোনা নিয়ে আতঙ্ক আছে। ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণের যথেষ্ট ঝুঁকি রয়েছে বলে তারা অভিমত দেন। জানা যায়, লাকসাম দৌলতগঞ্জ দক্ষিণ কুমিল্লার একটি প্রসিদ্ধ বাজার। এ বাজারে রয়েছে হাজার হাজার ব্যবসাপ্রতিষ্ঠান।

সর্বশেষ খবর