বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

বাউল রণেশের পাশে সুনামগঞ্জের ডিসি

সুনামগঞ্জ প্রতিনিধি

দিরাই উপজেলায় বাউল রণেশ ঠাকুরের আসরঘর দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর সহায়তা নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উজানধল গ্রামের বাউল রণেশ ঠাকুরের বাড়ির আসর ঘরে আগুন লেগে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। বুধবার দুপুরে জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাউলকে নতুন ঘর তোলার জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা দেন। তিনি রণেশ ঠাকুরকে বাদ্যযন্ত্র দেওয়ারও আশ্বাস দেন। সেই সঙ্গে বাউল শাহ আবদুল করিমের ছেলে শাহ নূরজালালকে বাউল গানের আসর ঘর নির্মাণের জন্য পাঁচ বান্ডিল ঢেউটিন ও ১২ হাজার টাকা দেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, দিরাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ প্রমুখ। জড়িতদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।

সর্বশেষ খবর