বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা
চলন্ত বাসে ধর্ষণ ও হত্যা

সেই রূপার পরিবারকে ঈদসামগ্রী উপহার

সিরাজগঞ্জ প্রতিনিধি

চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার শিকার কলেজছাত্রী রূপার বাড়িতে ঈদসামগ্রী নিয়ে হাজির হলেন তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল শেখ। গতকাল বিকালে তিনি রূপার মায়ের জন্য একটা শাড়ি, ঈদবাজার (সুগন্ধি চাল, সেমাই, লাচ্চা, গুঁড়া দুধ, তেল, চিনি, সাবান) ও নগদ টাকা বিতরণ করেন। জানা যায়, রূপার গ্রামের বাড়ি বারুহাস ইউনিয়নে। তবে তাড়াশ সদর চেয়ারম্যানের এমন মহানুভবতায় আবেগে আপ্লুত হন পরিবারের সদস্যরা। মায়ের আকুতি জীবদ্দশায় মেয়ের খুনিদের বিচার দেখতে চান। ২০১৭ সালের ২৫ আগস্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষা শেষে বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপাকে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যা করে পরিবহন শ্রমিকরা। পরে লাশ মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনে ফেলে রেখে যায়। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি চার আসামিকে মৃত্যুদ- ও একজনকে সাত বছরের কারাদ- দেন টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

সর্বশেষ খবর