বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

‘কেউ গ্রামে যেতে চাইলে তাকে ঈদ পর্যন্ত রাস্তায়ই রাখা হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঈদ সামনে রেখে লকডাউন ভঙ্গ করে কেউ হেঁটেও গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করলে তাকে ঈদ পর্যন্ত রাস্তায়ই রাখা হবে। কোথাও যেতে দেওয়া হবে না। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় জেলা পুলিশ আয়োজিত ঈদসামগ্রী বিতরণে এসে এ হুঁশিয়ারি দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার দেশব্যাপী করোনার ভয়াবহতার কথা উল্লেখ করে এবার ঈদ আনন্দ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান। নিজ নিজ জেলায় অবস্থানসহ ঝুঁকি নিয়ে জেলার বাইরে বহির্গমনের চেষ্টা না করতেও অনুরোধ করেন তিনি। ডিএমপি কমিশনার জানান, ঢাকা এবং আশপাশের জেলাগুলো থেকে কাউকে অন্য জেলায় যেতে দেওয়া হবে না। পাশাপাশি বাইরের জেলা থেকেও কাউকে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। এরই মধ্যে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে জায়েদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মনিরুল ইসলাম, হাবিবুর রহমান।

সর্বশেষ খবর