বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

ইফতারির প্যাকেট নিয়ে রোজাদারের খোঁজে

দিনাজপুর প্রতিনিধি

ইফতারির প্যাকেট নিয়ে রোজাদারের খোঁজে

‘খেটে-খাওয়া রোজাদার-পথেই পাবে ইফতার’ এ প্রতিপাদ্য নিয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক সংগঠন ‘মানবসেবায় আমরা’র সদস্যরা। গত মঙ্গলবার ইফতারের আগে চিরিরবন্দর উপজেলার বিভিন্ন সড়কে এবং তেঁতুলিয়া ইউপির ভূসিরবন্দরে তারা অভাবী ভ্রাম্যমাণ রিকশা, ভ্যানচালক গরিব, দুস্থ, পথশিশু, সুবিধাবঞ্চিত এবং ছিন্নমূল দুই শতাধিক রোজাদারের হাতে মানসম্মত ইফতারের প্যাকেট তুলে দেন। রমজান মাসের শেষ দিন পর্যন্ত ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। এ সংগঠনে কিছু শিক্ষার্থী নানা ধরনের সেবামূলক কাজ করে আসছেন। অসহায়, দরিদ্র-কর্মহীন মানুষের মধ্যে উপহার স্বরূপ খাদ্যসামগ্রীও বিতরণ করছেন তারা। সংগঠনের সমন্বয়ক আলী সবুজ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের সেবা করাই আমাদের কাজ। করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। তাই রোজা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে ইফতারি বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ খবর