বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

১৪৮ জন গ্রামপুলিশ পেলেন প্রণোদনা

নীলফামারী প্রতিনিধি

সরকারের প্রথম পর্যায়ে প্রণোদনা পেয়েছেন নীলফামারীর ১৪৮ জন গ্রামপুলিশ সদস্য। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন শুরু হলো এ জেলায়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার। একই সময় সদর উপজেলার ১৫টি ইউনিয়নের গ্রাম পুলিশ ও দফাদারকে পার্সোনাল প্রটেকটিভ ইক্যুপমেন্ট (পিপিই) প্রদান করা হয়। ইউএনও বলেন, ১ হাজার ৩০০ টাকা হারে ১৪৮ জনকে এক লাখ ৯২ হাজার ৪০০ টাকা প্রদান করা হয় অনুষ্ঠানে।

সর্বশেষ খবর