শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

ঝড়ে বিধ্বস্ত পাখি রান্না করে খেল গ্রামবাসী!

বাজিতপুর গ্রামে দুই মাস আগে আশ্রয় নিয়েছিল পাখিগুলো

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের বাজিতপুর গ্রামে ঘূর্ণিঝড় আ¤পান থেকে বাঁচতে গাছে ঠাঁই নেয় শামুকখোল পাখি। বাতাসের তোড়ে গতকাল ভোরে অন্তত ২০০ পাখি মাটিতে পড়ে যায়। এরপর গ্রামবাসী পাখিগুলো ধরে নিয়ে জবাই করে রান্না করে খেয়ে ফেলে। স্থানীয় আব্দুল কাদের জানান, তিন মাস ধরে গ্রামের বটতলা বাজারের পাশের তিনটি শিমুল গাছে আস্তানা গড়ে দুই শতাধিক শামুকখোল পাখি। দিনের বেলায় পাখিগুলো আশপাশের বিলে খাবার খেতে যেত। রাতে গাছে এসে আশ্রয় নিত। অনেকে পাখিগুলো শিকার করার চেষ্টা করেছেন। তিনি বাধা দেওয়ায় সে চেষ্টা সফল হয়নি। কিন্তু শেষ রক্ষা হলো না। তিনি বলেন- পাখিগুলোর প্রতি গ্রামের কিছু লোকের আগে থেকেই লোভ ছিল। ঝড়ের সময় মানুষ যখন জান-মাল নিয়ে ব্যস্ত, তখন ওইসব লোক পাখিগুলো ধরে নিয়ে যায়। ঘটনা জানাজানি হওয়ার আগেই পাখিগুলো কেটেকুটে রান্নার করা হয়। চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, অসহায় অতিথি পাখি নিধনের ঘটনা দুঃখজনক। এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য স্থানীয় প্রশাসনকে আগে থেকে তৎপর থাকা দরকার ছিল। বড়াইগ্রাম উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু বলেন, বাজিতপুরে গ্রামে শামুকখোল পাখি থাকার বিষয়টি তাদের জানা ছিল না। এ রকম ঘটনা যেন আর না ঘটে সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর