শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

রাঙামাটি প্রবেশে নিষেধাজ্ঞা আবারও বন্ধ মার্কেট

রাঙামাটি প্রতিনিধি

করোনার সংক্রমণ ঠেকাতে ঈদের আগে অন্য জেলা থেকে রাঙামাটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে মার্কেট ও দোকানপাট। সংক্রমণ রোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ জন। রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, সামনে ঈদ। দেশের বিভিন্ন জেলার মানুষ এখন ঘরমুখী। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে অনেকে ছুটছে বাড়িতে। দেশে দিন দিন করোনা সংক্রমণ বাড়ছে। মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে এ ভাইরাস। তাই জেলায় বাইরের মানুষ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ঈদ মার্কেটও। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। প্রসঙ্গত, রাঙামাটিতে প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়  ৬ মে।

এরপর থেকে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এ কারণে ঈদযাত্রায় পাহাড়ের মানুষকে নিরাপদ রাখতে তৎপর স্থানীয় প্রশাসন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর