শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

সিলেটে কেনা হবে ১৭ হাজার মেট্রিক টন ধান-চাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট জেলা থেকে সরকারিভাবে ধান-চাল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বছর সরকার সিলেট থেকে ৭ হাজার ৩২৯ মেট্রিক টন ধান ও ১০ হাজার ৫৮০ মেট্রিক টন চাল ক্রয় করবে। সবমিলিয়ে কেনা হবে ১৭ হাজার ৮৯৯ মেট্রিক টন ধান ও চাল। সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোজ কান্তি দাস জানান, সরকারিভাবে ধান ও চাল কেনার প্রক্রিয়া চলছে। ২৬ টাকা কেজিতে ধান ও ৩৬ টাকা কেজিতে কৃষকদের কাছ থেকে চাল কেনা হচ্ছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর