শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

লালমনিরহাট পৌরবাসী ডেঙ্গু আতঙ্কে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট পৌরবাসী ডেঙ্গু আতঙ্কে

মশা, মাছি আর দুর্গন্ধে অতিষ্ঠ লালমনিরহাট পৌরবাসী। বেহাল ড্রেনেজ ব্যবস্থা ও মশকনিধন স্প্রে না করায় ডেঙ্গু আতঙ্কে করছে পৌর এলাকার মানুষ। গত বছর লালমনিরহাটে ১২০ জন ডেঙ্গু আক্রান্ত ও একজনের মৃত্যু হলেও এবার ডেঙ্গু প্রতিরোধে আগাম কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। জানা যায়, লালমনিরহাট পৌর এলাকার অধিকাংশ ড্রেন ভাঙাচোরা। কোথাও আবার ড্রেনের মুখ সম্পূর্ণ উন্মুক্ত। এতে মশা-মাছির উপদ্রব-তো আছেই, দুর্গন্ধেও অতিষ্ঠ পৌরবাসী। উন্মুক্ত ড্রেন থেকে মাটি তুলে রাখা হচ্ছে সড়কের পাশে। এতে চলাচলেও অসুবিধা হচ্ছে। প্রতিদিন ভাগার পরিষ্কার না করায় ময়লার স্তূপে বসছে মশা-মাছি। আর সামান্য বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ভোগান্তি-তো আছেই। অভিযোগ আছে সরকার নির্ধারিত পৌর ট্যাক্স দেওয়ার পরও সুবিধা পাচ্ছেন না পৌরবাসী। লালমনিরহাট পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু এ সব অভিযোগ অস্বীকার করে জানান, মশকনিধন অভিযান চালু আছে।

 ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতির বিষয়ে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ইতিমধ্যেই ডেঙ্গু শনাক্তের জন্য ৫০০ কিট এসেছে তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যায় পর্যায়েক্রমে সরবরাহ করা হয়েছে। লালমনিরহাটে এবার এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর