শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

আবাদি জমিতে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আবাদি জমিতে পুকুর খনন

বগুড়ার সোনাতলায় ফসলি জমিতে অবাধে চলছে পুকুর খনন। ফলে উপজেলায় দিন দিন কমছে আবাদি জমি। জানা যায়, সোনাতলা উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এসকেবেটর এবং শ্যালো মেশিন দিয়ে জমি খনন করে পুকুর তৈরি করা হচ্ছে। এতে একদিকে যেমন জমির শ্রেণি পরিবর্তন হচ্ছে অন্যদিকে আবাদি জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থাও। সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকার লোকজন জানান, এক শ্রেণির মুনাফালোভী লোক আবাদি জমির মাটি বিক্রির জন্য খনন করছে পুকুর। গভীর করে পুকুর খনন করায় আশপাশের জমি ধসে ও দেবে যাচ্ছে। বগুড়ার সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, এসকেবটর দিয়ে পুকুর খনন ও শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে বগুড়ার সোনাতলায় দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে।

হ্রাস পাচ্ছে মাটির উর্বরা শক্তি। তিন ফসলি জমি এক ফসলিতে পরিণত হচ্ছে। তাছাড়া আবাদি জমি উঁচু-নিচু হওয়ায় সেচ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল আলম জানান, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের শতকরা ৮৫ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। আবাদি জমিতে পুকুর খনন না করার জন্য বর্তমান সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কেউ আবাদি জমিতে পুকুর খনন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর