শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

পাহাড়ে দরিদ্র জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পাহাড়ে দরিদ্র জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী

করোনা সংক্রমণের ভয়ে স্থবির পাহাড়ি জনপদ। বন্ধ পার্বত্যাঞ্চলের সব প্রবেশমুখ। এ অবস্থায় পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফুটাতে সেনাবাহিনী কার্যকর করছে নানা উদ্যোগ। কখনো এক মিনিটের সবজি বাজার, কখনো ঈদ বাজার। এছাড়া সেনা সদস্যরা দুর্গম পাহাড়ের বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণসামগ্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকালে রাঙামাটি মারী স্টেডিয়ামে চট্টগ্রাম সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমানের নির্দেশে আয়োজন করা হয় এক মিনিটের বিনা মূল্যের ঈদ বাজার। উদ্বোধন করেন, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান। একইভাবে খাগড়াছড়ি গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ঈদ বাজার। উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলার গুইমারা সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহরিয়ার জামান। এছাড়া বান্দরবান জেলা স্টেডিয়ামেও আয়োজন করা হয় ঈদ বাজার। উদ্বোধন করেন, বান্দরবান সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিজিয়নের খন্দকার মো. শহীদুল এমরান। সুবিধাভোগীরা জানান, এক মিনিটের বাজার থেকে ১৫ প্রকার দ্রব্যসামগ্রী প্রদান করা হয় বিনামূল্যে।

এর মধ্যে ছিল চাল, আলু, তেল, চিনি, ডাল, লবণ, সেমাই গুঁড়াদুধ, সবজি, নুডলস,  আটা ও মিষ্টি কুমড়াসহ নানা সামগ্রী। এছাড়া ঈদের দিন যাতে দরিদ্র মানুষরা নতুন জামা কাপড় পরতে পারে তার জন্য নানা ব্যবস্থা। টেবিলে টেবিলে সাজানো ছিল শাড়ি, লুঙ্গি ও থামি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর