শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

সড়কে ঝরল ১৫ প্রাণ

গত পাঁচ দিনে এসব দুর্ঘটনা ঘটে

প্রতিদিন ডেস্ক

সড়কে ঝরল ১৫ প্রাণ

সড়ক দুর্ঘটনায় আট জেলায় ১৫ জন নিহত হয়েছেন। গত রবিবার থেকে গতকাল পর্যন্ত পাঁচ দিনে এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- দিনাজপুর : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা দেয় পাগলু (স্থানীয় যান)। এতে তিনজন নিহত ও আহত হয়েছেন আরও দুজন। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজগার আলী (৬০), সালেহিন হোসেন (১৬) ও হোসনে আরা (৩৮)। অপরদিকে গত রবিবার পার্বতীপুর-দিনাজপুর সড়কের বেলতলী বাজার নামক স্থানে ট্রাকচাপায় মৃত্যু হয়েছে শাহিনুর ইসলাম নামে (৪২) এক ব্যক্তির। ঝিনাইদহ : কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে আবুল বাশার মিলন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। একই দিন রাতে হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন শামসুজ্জামান দিপু নামে এক মেডিকেলছাত্র। অপরদিকে সদর উপজেলার হলিধানী বারো মাইল নামক স্থানে পিকআপ-আলমসাধু সংঘর্ষে নিহত হন মাছ ব্যবসায়ী আকবর আলী। গাজীপুর : কালীগঞ্জে মঙ্গলবার রাতে প্রাইভেট কার উল্টে একজন নিহত এবং কারচালকসহ দুজন আহত হয়েছেন। নিহতের নাম আকিবুল হক অমি (২৪)। এদিকে সদর উপজেলার মির্জাপুর-মনিপুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বাদশা মিয়া (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ : পাকুন্দিয়া উপজেলায় গত সোমবার দুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- জয় (২২) ও সারোয়ার (২৩)। বাগেরহাট : মোরেলগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সুমনা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বগুড়া : ধুনট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এজাতন বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়কের নগর জলফৈ এলাকায় মোটরসাইকেল চালক আজিম উদ্দিন (৩৪) নিহত ও দুই আরোহী আহত হয়েছেন। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলার বন্দর রামনগর মোড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে রাশেদুজ্জামান টোকন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত টোকন আলমডাঙ্গার সাহেবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর