শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

এক পলক

বঞ্চিতরা পেয়েছে ত্রাণ

বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর বঞ্চিতদের ত্রাণের চাল প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসন। গত ২৪ মে-২০২০ বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে ‘লাখপতির বাড়িতে ত্রাণ গেলেও ত্রাণ বঞ্চিত অসহায় প্রতিবন্ধী’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে উপজেলা প্রশাসনে শুরু হয় তোলপাড়।

-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পুলিশের মামলায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ এসল্ট মামলার আসামি ছুর রহমান পাঠানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার সূচীউড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে পুলিশ এসল্ট মামলায় ১২ জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর হামলা করা হয়।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অটোচালক হত্যার বিচার দাবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অটোরিকশা চালক শাহাবদ্দিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। গতকাল বিকালে উপজেলার চাষিরী প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধনে এ দাবি জানান তারা। চাষিরী ও ভোড়ন্ডা গ্রামের বাসিন্দারা যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের নিহতের বাবা-মা ছাড়াও স্থানীয় ইউপি সদস্য জব্বারম হোসেন, মুক্তার হোসেন উপস্থিত ছিলেন। গত ২৭ মে টঙ্গীবাড়ী উপজেলার কুরমিরা গ্রামে জমি থেকে শাহাবুদ্দিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। -মুন্সীগঞ্জ প্রতিনিধি

ইউপি চেয়ারম্যানকে দণ্ড

নগরকান্দা উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা এসিল্যান্ড আহসান মাহমুদ রাসেল। -ফরিদপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর