শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ সেতুতে জনদুর্ভোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ সেতুতে জনদুর্ভোগ

কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদীর ওপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরাজীর্ণ এ সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছে উলিপুর পৌরসভাসহ দুই ইউনিয়নের ১০ গ্রামের মানুষ। এলাকাবাসী রাস্তার দুই পাশে বাঁশ বেঁধে সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দিলেও ঝুঁকি নিয়ে চলছে মানুষ। যে কোনো সময় ব্রিজটি ধসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়াসহ প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, উলিপুর পৌরসভার নারিকেলবাড়ি গ্রামে পাকিস্তান আমলে বুড়িতিস্তা নদীর ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। গত বছর বন্যায় পানির তোড়ে এটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত মেরামত না করায় ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সেতুটি। গত বছরই নিচের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে ফ্লোরের পাকা অংশসহ উইং ওয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষকে বার বার বলার পরও সংস্কারের উদ্যোগ নেয়নি। জানা যায়, সম্প্রতি কয়েকদিনের বৃষ্টির পানির চাপে সেতুর উইং ওয়ালের ইট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাটাতন ভেঙে মাটির ওপর কোনোমতে আটকে আছে। নারিকেল বাড়ি এলাকার মোজাম্মেল, আব্দুর রশিদ, আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, বহু বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। প্রতিদিন এ ব্রিজের ওপর দিয়ে পূর্ব ছড়ারপাড়, পিয়াদা পাড়া, শটিবাড়ি, চরপাড়া, খেওয়ার পাড়, হিন্দুপাড়া, মাঝিপাড়া, রায়পাড়া, বকুলতলা, খামার ভাটিয়াপাড়া, কালুডাঙ্গা, হারুননেফড়াসহ ১০-১২ গ্রামের মানুষ চলাচল করছে। উলিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, ‘ব্রিজের নিচে খনন করায় কিছুটা ওয়াল ভেঙে গেছে। স্থানীয় এমপি পাশ দিয়ে বিকল্প রাস্তা করার নির্দেশ দিয়েছেন। বরাদ্দ পেলে সেতুটি পুননির্মাণের আশ্বাসও দেন তিনি।

সর্বশেষ খবর