শনিবার, ৩০ মে, ২০২০ ০০:০০ টা

শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচার, দুই মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোনামসজিদ স্থলবন্দরে পানামা ইয়ার্ডের ভিতরে রাজস্ব ফাঁকি দিয়ে ৩২ লাখ ৭৭ হাজার টাকার পণ্য পাচার চেষ্টার অভিযোগে দুটি বিভাগীয় মামলা হয়েছে। গত ২০ মে সহকারী রাজস্ব কর্মকর্তা মাহমুদ হোসাইন খান বাদী হয়ে মামলা দুটি করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ভারত থেকে দুটি চালানে প্রায় ৫৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের সাইকেলের যন্ত্রপাতি আমদানি করে মেসার্স বি.এইচ ট্রেডিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের কারণে পণ্য ছাড়ে বিলম্ব হয়। গত ১৮ মে আমদানি পণ্যের প্রায় ৩২ লাখ ৭৭ হাজার টাকা রাজস্ব ফাঁকি দিয়ে পাচার করার অভিযোগ এনে কাস্টমস গোয়েন্দা বিভাগ ওই পণ্য আটকে দেয়। সোনামসজিদ কাস্টমস গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার সুনন্দন দাস জানান, পণ্যগুলো রাজস্ব ফাঁকি দিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। আটকে রাখা পণ্যের ব্যাপারে পানামা পোর্ট লিংক লিমিটেডের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম জানান, প্রায় দুই মাস আগে ভারত থেকে সাইকেলের পার্টসগুলো পানামা ইয়ার্ডের ভিতরে রাখা হয়। সেগুলো যথাযথ পরীক্ষার মাধ্যমে ছাড় করোনের ব্যবস্থা করা হয় গত ১৮ মে। পরীক্ষার সময় কাস্টমস গোয়েন্দা বিভাগের দুজন কর্মকর্তার উপস্থিতিতে পণ্যগুলো আটকে দেয় গোয়েন্দা বিভাগ।

সর্বশেষ খবর