সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ সেনাবাহিনীর

মাগুরা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ সেনাবাহিনীর

অসচ্ছল পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে মশারি -বাংলাদেশ প্রতিদিন

মাগুরায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে মশকনিধন ওষুধ স্প্রে ও অসচ্ছল পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ আর্টিলারি ডিভিশন। মাগুরা পৌরসভার দোয়ারপাড় আদিবাসি পল্লিতে গতকাল বিভিন্ন বাড়ির আশপাশের ময়লা-আবর্জনাময় স্থানে জীবাণুনাশক স্প্রে  ও ৫০টি অসচ্ছল পরিবারের হাতে মশারি তুলে দেওয়া হয়।

৫৫ আর্টিলারি ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিকী জানান, সেনাবাহিনী সারা দেশে করোনা ভাইরাসের প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু বিস্তার রোধে কাজ করছে।

বর্তমানে করোনা মহামারি মহামারি আকার ধারণ করেছে। ডেঙ্গুও ভয়াবহ ভাইরাসজনিত রোগ। এ রোগে গত বছর দেশে বহু মানুষের মৃত্যু হয়েছিল। তাই আমরা মানুষকে আগাম সচেতন করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর