শিরোনাম
সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

চলনবিলে অবাধে মা মাছ শিকার

নাটোর প্রতিনিধি

নাটোরে চলনবিলে এসেছে নতুন পানি। পানি আসার সঙ্গে সঙ্গে মা মাছ ধরতে নেমে পড়েছেন জেলেরা। নিষিদ্ধ বিভিন্ন জাল দিয়ে মাছ শিকার করছে তারা। এই মা এবং ডিমওয়ালা মাছ ধরা বন্ধে স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে চলনবিলে মাছ উৎপাদনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ওয়ালিউলাহ মোল্লা বলেন, বিলে নতুন পানি আসার কারণে কিছু অসাধু জেলে মা মাছ শিকার করছে। আমরা প্রথমে মাইকিং এরপর অভিযান শুরু করবো। চলনবিলে মা মাছ রক্ষার কোনো বিকল্প নেই।

সর্বশেষ খবর