সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

দীর্ঘদিন পর লঞ্চ চলছে দৌলতদিয়া-পাটুরিয়ায়

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল রবিবার থেকে সাতটি লঞ্চ চলাচল শুরু করেছে বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ৬৭দিন পর লঞ্চ চালু হওয়ায় চাপ কমেছে ফেরিঘাটে।

দৌলতদিয়া আসা একাধিক যাত্রী জানান, দৌলতদিয়া থেকে এখন লঞ্চ এবং ফেরি দুই ধরনের নৌযানই চলাচল করছে। অনেক যাত্রী লঞ্চে পারাপার হচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ঘাটের বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সেপেক্টর আফতাব হোসেন বলেন- স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি লঞ্চ চলাচলের জন্য প্রস্তুত রাখা হলেও যাত্রী সল্পতার কারণে মাত্র সাতটি লঞ্চ চলাচল করছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক হাত ধোয়ার ব্যবস্থা রেখা হয়েছে। তাছাড়া পূর্ব নির্ধারিত ২৫ টাকা ভাড়া রেখেই সীমিত আকারে যাত্রী পারাপার করছি। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, দৌলতদিয়া ফেরিঘাট একটি ব্যস্ততম এলাকা। পুলিশ নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ করছে।

সর্বশেষ খবর