সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

অফিসপাড়া বাজারে মানুষের ভিড়

চুয়াডাঙ্গা ও নাটোর প্রতিনিধি

অফিসপাড়া বাজারে মানুষের ভিড়

নাটোর শহরে সামাজিক দূরত্ব উপেক্ষা করে চলাচল -বাংলাদেশ প্রতিদিন

লকডাউন শিথিল করায় চুয়াডাঙ্গার অফিসপাড়া ও বাজারে বেড়েছে মানুষের ভিড়। জেলার বিভিন্ন বাজার, রাস্তা ও অফিসপাড়ায় গতকাল মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল সকাল থেকে চুয়াডাঙ্গা বড় বাজার, রেলবাজার, ডিসি অফিস ও কোর্ট চত্বর ঘুরে দেখা গেছে সেখানে মানুষের সমাগম স্বাভাবিক সময়ের মতো। জনসাধারণকে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেগ পেতে হয়েছে। সামাজিক দূরত্ব খুব একটা মানতে দেখা যায়নি এ সব স্থানে। এদিকে বিধিনিষেধ শিথিল করায় স্বরূপে ফিরেছে নাটোর শহর। গতকাল বিভিন্ন বাজারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। খোলা হয়েছে সব ধরনের বিপণি বিতান । রিকশা, অটোরিকশা ও লোক সমাগম সব মিলিয়ে ব্যস্ত শহর নাটোর। হোটেল রেস্তোঁরা চালু হয়েছে। অফিসপাড়ায় ছিল বহু লোকের উপস্থিতি। অনেককে দেখা গেছে মাস্ক ছাড়া চলাচল করতে। জেলা প্রশাসক শহারিয়াজ বলেন, শর্তসাপেক্ষে দেশের অর্থনীতি সচল রাখতে এবং স্বাভাবিক কাজ স¤পাদনের জন্য দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, কল-কারখানা, অফিস খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর