সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

বিপাকে কিন্ডারগার্টেনের এক হাজার শিক্ষক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

করোনার প্রভাবে আড়াই মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জের শতাধিক কিন্ডার গার্টেন স্কুলের প্রায় এক হাজার শিক্ষক-কর্মচারি দুর্ভোগে পড়েছেন। স্কুল-কলেজ বন্ধ থাকায় তাদের বেতন ভাতায় পাচ্ছেন না তারা। পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। চাঁপাইনবাবগঞ্জ শহরের কিন্ডারগার্টেন হৃদয় মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক আফসার আলী জানান, শিক্ষার্থীদের মাসিক বেতনের ওপর নির্ভর করে শিক্ষকদের বেতন। প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করতে না পারায় শিক্ষকদের বেতন-ভাতাও বন্ধ হয়ে গেছে। এতে তার স্কুলসহ জেলার সব কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তারা না পারছেন কারো কাছে হাত পাততে, না পারছেন বলতে। আফসার আলী জানান, বেশিরভাগ প্রতিষ্ঠানই ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানগুলোর ভবন ভাড়াসহ বিদ্যুৎ বিল নিয়মিতভাবে পরিশোধ করতে হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার। ফলে বাড়ি ভাড়া ও বিদ্যুৎ বিল আটকে গেছে তাদের। এমন পরিস্থিতিতে তারা সরকারি প্রণোদনা আশা করছেন। অন্যদিকে অনেক শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি টিউশনি করেন। করোনা সংক্রমণ রোধে বন্ধ রয়েছে টিউশনিও। এখন তাদের সংসার চালানোয় দায় হয়ে গেছে।

সর্বশেষ খবর