মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

পঞ্চগড়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার খুনিয়াগজ গ্রামে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। একই সময়ে বোদা উপজেলার বড় শশী এলাকার চিলাপাড়া গ্রামে বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী (৫৫) ও  তার ছেলে আনিছুর রহমান (৩৫) বোরো ধান কাটছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। হাসপাতালের চিকিৎসক ডা. আতায়ার সিদ্দিকী বজ্রপাতে বাবা ছেলের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। অন্যদিকে রিপন ইসলাম (১৪) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সে চিলাপাড়া গ্রামের মনসুর আলমের ছেলে এবং ভাউলাগঞ্জ আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। তার পারিবারিক সূত্রে জানা গেছে, ঝড় ও বৃষ্টির কবল থেকে বাঁচানোর জন্য পাশের ক্ষেত থেকে হাস পিটিয়ে আনছিল সে। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। খানসামায় কৃষকের প্রাণহানি : দিনাজপুর প্রতিনিধি জানান খানসামায় আকস্মিক ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে ফজলুল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ফজলুল হক (৬০) খানসামা উপজেলার খামারপাড়া ইউপির ডাঙ্গাপাড়া গ্রামের হাজীপাড়ার মৃত কছিমদ্দিনের ছেলে। সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে বজ্রপাতে গোলাম হোসেন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা। সোমবার সন্ধ্যার আগে সদর উপজেলার শিয়ালকোল ইউপির উত্তর সারটিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। গোলাম হোসেন ওই গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

সর্বশেষ খবর