মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে দিশাহারা গ্রাহক

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লালমাইয়ে পল্লী বিদ্যুৎ গ্রাহকরা কয়েক মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল হাতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানায়, গত কয়েক মাস লালমাই উপজেলার কোনো বাড়িতেই পল্লী বিদ্যুতের কোনো মিটার রিডার আসেননি রিডিং নিতে। করোনাভাইরাস পরিস্থিতিতে না আসার সুযোগ নিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের মনগড়াভাবে অসংখ্য গ্রাহকের বিল তৈরি করেছেন। বিগত কয়েক মাসে মিটারে রিডিং কম থাকলেও বিলের কাগজে তা বেশি লিখে গ্রাহকদের হাতে বিল ধরিয়ে দেওয়া হয়েছে বলে গ্রাহকদের অভিযোগ। তারা বলেন, গত ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলের বিল পরিশোধ করলেও পুনরায় মে মাসের বিলের সঙ্গে পরিশোধকৃত বিলের টাকা যোগ করে বিল দিয়ে গেছে। এ নিয়ে গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। লালমাই উপজেলার রসুলপুর এলাকার পল্লী বিদ্যুৎ গ্রাহক মিজানুর রহমান বলেন, আমার নামে আগে স্বাভাবিক অবস্থায় প্রতি মাসে বিদ্যুৎ বিল আসত ৩০০ থেকে ৪০০ টাকা। অথচ গত এপ্রিল মাসে তা অস্বাভাবিকভাবে বেড়ে বিল এসেছে ৬০০ টাকা। একই এলাকার বিদ্যুৎ গ্রাহক মো. খলিলুর রহমান বলেন, তার প্রতি মাসে বিল আসত এক থেকে দেড় হাজার টাকা। কিন্তু সব কিছু বন্ধ থাকার পরও চলতি এই মে মাসে বিল এসেছে প্রায় আড়াই হাজার টাকা। এ যেন এক ভৌতিক কান্ড । উপজেলার প্রায় ৬৩ হাজার মিটারের মধ্যে বেশ কয়েকটি মিটারের সঙ্গে বিলের কাগজে লিখা রিডিংয়ে গরমিল থাকার কথা স্বীকার করে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-২, বাগমারা জোনাল অফিসের ডিজিএম মো. শাখাওয়াত হোসেন বলেন, সামনের মাসগুলোতে ক্রমান্বয়ে এসব সমন্বয় করে দেওয়া হবে। একই বিল দুইবার করার ব্যাপারে তিনি বলেন, অনেকেই ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করেছে। সমন্বয়ের অভাবে সমস্যা হয়েছে। আগামী মাস থেকে এ ধরনের সমস্যা থাকবে না বলে জানান তিনি।

সর্বশেষ খবর