বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

বাসে যাত্রী তোলা হচ্ছে পুরাতন নিয়মে!

কুমিল্লা প্রতিনিধি

বাসে যাত্রী তোলা হচ্ছে পুরাতন নিয়মে!

৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় কুমিল্লা থেকে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক এবং দূরপাল্লার সব রোডে যাত্রী পরিবহন চলাচল শুরু করেছে। সোমবার থেকে সীমিত আসনে যাত্রী পরিবহনে বাস সার্ভিসগুলো চলাচল শুরু করলেও অধিকাংশ পরিবহন এবং যাত্রীরা করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানছেন না। কুমিল্লা নগরীর শাসনগাছা, জাঙ্গালিয়া, চকবাজার আন্তঃজেলা বাস টার্মিনাল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এমন সব দৃশ্য দেখা যায়। সরেজমিন দেখা যায়, চট্টগ্রাম ও ঢাকা রোডে অধিকাংশ বাস সার্ভিসের সামনে দীর্ঘ লাইন নিয়ে টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে ছিল না পারস্পরিক দূরত্ব। যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ রোধে সংশ্লিষ্ট পরিবহন মালিকদের মাঝে ছিল না কোনো স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা। কুমিল্লা বাস মালিক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম বলেন, তার পরিবহন পাপিয়ার সব বাস সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলাচল শুরু করেছে। যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে যাত্রীদের জন্য জীবাণুনাশক স্প্রে ও সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রেখে রেখেছেন। এ ছাড়া জেলার সব যাত্রী পরিবহনে একই ব্যবস্থা মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেছেন। তিনি আরও বলেন, কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ খবর