বুধবার, ৩ জুন, ২০২০ ০০:০০ টা

মেঘনায় ফের হামলার আশঙ্কা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার চর কাঁঠালিয়া গ্রামে দুই প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১৯ মের ঘটনাকে কেন্দ্র করে আবারও ফের হামলার আশঙ্কা করা হচ্ছে। থানায় অভিযোগ দেওয়ায় বাদী পরিবারকে অভিযোগ তুলে নেওয়ার জন্য আসামিরা বার বার হুমকি দিচ্ছে বলে দাবি করা হয়েছে। চর কাঁঠালিয়া গ্রামের শাহজাহানের প্রবাসী পুত্র কবির হোসেন ও রতন মিয়ার প্রবাসী পুত্র মাহফুলের ওপর পূর্বশত্রুতার জেরে ডালিম, সুরুজ মিয়া, সেকান্দর, মো. জজ মিয়া গং অতর্কিত হামলা করে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। শাহজাহান ও মাহফুল মিয়া বাদী হয়ে মেঘনা থানায় পৃথক দুটি অভিযোগ দাখিল করেন। গতকাল শাহজাহান মিয়া বলেন, একাধিক মামলার আসামি ডালিম গং কবির ও মাহফুলের ওপর অতর্কিত হামলা করে। অভিযুক্ত সেকান্দর আলী বলেন, ছোট-খাটো হামলা হয়েছে সত্য। তবে আমরা পারিবারিকভাবে বসে তা মীমাংসা করতে চাই। ওই পরিবারের ওপর কোনো হামলার ইচ্ছা আমাদের নেই। মেঘনা থানার ওসি আবদুল মজিদ গতকাল জানান, দুটি অভিযোগ পেয়েছি। জনপ্রতিনিধিরা বলেছেন, তারা মীমাংসা করবেন। তাদের কয়েক দিন সময় দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর