বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

মেস ভাড়ার জন্য তালাবদ্ধ ৯৯৯ নম্বরে কলে উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মেস ভাড়ার জন্য ছাত্রীদের আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। চার ঘণ্টার বেশি সময় তালাবদ্ধ থাকার পর ছাত্রীরা ৯৯৯ নম্বরে কল দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে। কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গতকাল শিক্ষার্থীরা ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি জানাজানি হয়। ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের ছাত্রী মেরিন তানজিনা টুম্পা অভিযোগ করেন, ধর্মপুরের জাহানারা মঞ্জিলে আমরা ছয়জন ছাত্রী থাকি। গত প্রায় তিন মাস মেসে ছিলাম না। আমাদের টিউশনি বন্ধ। মঙ্গলবার ছয়জন মেসে যাই। বাসায় ঢোকার পর মূল গেটে আন্টি (বাড়িওয়ালি) তালা লাগিয়ে দেন। আমরা বলেছি, যেহেতু মেসে ছিলাম না, টিউশনি নেই আমরা ৫০ শতাংশ ভাড়া দেব। আন্টি বলেছেন পুরো টাকা দিতে হবে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি গেটে তালা লাগিয়ে আমাদের চার ঘণ্টার মতো আটকে রাখেন। আমরা বাধ্য হয়ে ৯৯৯ নম্বরে কল করি। মেস মালিক জাহানারা বেগম জানান, তাদের কাছে আমি তিন চার মাসের ভাড়া পাই। আগে এমনভাবে বহু ভাড়াটিয়া টাকা না দিয়ে চলে গেছে। সরকার গ্যাস, কারেন্ট, পানি বিল মওকুফ করলে আমিও তাদের ভাড়া মওকুফ করতে পারতাম। কোতোয়ালি থানার এসআই আনোয়ার হোসেন জানান, ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে টিমসহ ঘটনাস্থলে যাই। বাসায় তালা লাগানো ছিল। মালিককে ডেকে তালা খুলি। এ বিষয়ে মালিক ও ছাত্রী উভয় পক্ষের সঙ্গে প্রাথমিকভাবে বিষয়টির সমাধান করে তাদের বাসা থেকে বের হওয়ার ব্যবস্থা করি। যে কোনো সমস্যায় উভয় পক্ষকে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর