বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে চেকপোস্ট

ঝিনাইদহ প্রতিনিধি

নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে চেকপোস্ট

ঝিনাইদহে বাসে যাত্রী তদারকি করছে পুলিশ

ঝিনাইদহে সরকারি নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল, আরাপপুর মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও হামদহসহ ৬টি রুটে গতকাল তল্লাশি চালানো হয়েছে। সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা যাত্রীদের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে বাসে যাত্রী উঠানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। স্থানীয় ও দূরপাল্লার বাস থামিয়ে যাচাই করা হয় যাত্রী সংখ্যা। অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন এসপি : ষাট শতাংশ বর্ধিত ভাড়া আদায়সহ স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল নিশ্চিত করতে কুড়িগ্রামে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। জেলার ঘোষপাড়া থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামগামী নৈশকোচের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে মঙ্গলবার রাতে। তাৎক্ষণিক কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সেখানে যান এবং শ্যামলী ও নাবিল পরিবহনের যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। হানিফ এন্টারপ্রাইজকে জরিমানা : ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়ায় একটি বাসকে ২ হাজার টাকা জরিমানা করেছে।

সর্বশেষ খবর