বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

অফিস ঘেরাও, অনশন

রেলের ৮৫ গেটম্যান চাকরিচ্যুত

পাবনা প্রতিনিধি

একদিকে গত চার মাস ধরে বেতন হয়নি, অন্যদিকে রেলওয়ের পাকশী বিভাগীয় অঞ্চলের ৮৫ জন অস্থায়ী গেটম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি হারানো টিএলআর গেটম্যানরা তাদের পুনর্বহাল করার দাবিতে গতকাল সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় ঘেরাও, বিক্ষোভ ও অনশন কর্মসূচি শুরু করেছে। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন। গেটম্যানদের এই আন্দোলনে রেলওয়ে শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলও সমর্থন দিয়ে একাত্মতা ঘোষণা করেছে। অনশন ও বিক্ষোভ কর্মসূচির প্রথম দিনে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক শিশির মাহমুদ। বক্তব্য দেন- জাহাঙ্গীর আলম, রফিকুল হাসান স্বপন, ইকবাল হায়দার প্রমুখ। পরে তারা পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর