বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০ ০০:০০ টা

ভাঙচুর লুটের মামলায় চেয়ারম্যানকে আসামি করার দাবি

নাটোর প্রতিনিধি

গুরুদাসপুরে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে গুলি ছুড়ে যুবলীগ নেতার বাড়িঘর ভাঙচুর-লুটের ঘটনায় করা মামলায় ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের নাম অন্তর্ভুক্ত, অবৈধ অস্ত্র উদ্ধার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

গতকাল বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করে এ দাবি জানান ইউনিয়নের ঝাউপাড়া-বিন্নাবাড়ি গ্রামের মানুষ। ভুক্তভোগী ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফজলু সরদারের বাবা ও মামলার বাদী ইসমাইল সরদার কর্মসূচিতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন আবু সাইদ, মানিক মিয়া, আবুল কালাম আজাদ প্রমুখ। গুরুদাসপুর থানার ওসি জানান, জনপ্রতিনিধি হওয়ায় চেয়ারম্যানের নামে মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। গত এক সপ্তাহে ১০ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর