শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

সংযোগ সড়কে ধস, হুমকিতে সেতু

দিনাজপুরে ব্যস্ততম রাস্তার ব্রিজটি এখন মরণফাঁদ

গাইবান্ধা ও দিনাজপুর প্রতিনিধি

সংযোগ সড়কে ধস, হুমকিতে সেতু

গাইবান্ধায় ধসে পড়েছে সেতুর সংযোগ সড়ক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় কাটাখালি নদীর ওপর প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ত্রিমোহনী সেতু নির্মাণ করে এলজিইডি। ২০১৭ সালের ৭ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের আড়াই বছরেই সংযোগ সড়ক ধসে হুমকিতে পড়েছে সেতুটি। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার লোকজন গোবিন্দগঞ্জ হয়ে ঢাকা, বগুড়া ও দিনাজপুর যাতায়াতের জন্য এই সেতুটি ব্যবহার করে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুম শুরুর আগেই কয়েকদিনের বৃষ্টিতে সেতুটির পশ্চিম দিকের সংযোগ সড়কে ধস দেখা দেয়। দ্রুত সংস্কার না করলে একদিকে সেতুটি যেমন হুমকির মুখে পড়বে তেমনি যে কোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। তাদের অভিযোগ, সংযোগ সড়কটি মাটির পরিবর্তে বালু দিয়ে তৈরি করা হয়েছিল। যে কারণে বৃষ্টিতে বালু সরে গর্তের সৃষ্টি হয়ে ধসে পড়ে। সাঘাটা উপজেলা এলজিইডি প্রকৌশলী ছাবিউল ইসলাম বলেন, সেতুর পূর্ব পাশের সংযোগ সড়ক সাঘাটার আর পশ্চিম দিকের অংশ গোবিন্দগঞ্জ উপজেলার আওতায়। তাই সংস্কার করতে হলে দুই উপজেলাকেই করতে হবে। গোবিন্দগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল লতিফ বলেন, সংযোগ সড়কটি সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। এদিকে দিনাজপুরের দলারদরগা-নবাবগঞ্জ ব্যস্ততম সড়কে মরণফাঁদে পরিণত হয়েছে একটি ব্রিজ। নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া গ্রামে এ ব্রিজের অবস্থান। নবাবগঞ্জের দক্ষিণ অংশের মানুষের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। ব্রিজটি জারজীর্ণ হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় মানুষ ও যানবাহন। বেশির ভাগ অংশ ভেঙে যাওয়ায় রাতে চলাচলে ঝুঁকি আরও বাড়ে। যে অংশ একটু ভালো আছে সেদিকে আবার রেলিং ভেঙে গেছে। স্থানীয়রা জানান, ইট, বালু, খোয়া ও ধানভর্তি ভারী যান বেপরোয়াভাবে চলাচলের কারণে শুধু ব্রিজটিই নয়, সড়কটিও ক্ষতি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। দেবে গেছে অনেক জায়গায়। কোথাও সড়কের পাশ ভেঙে জলাশয়ে মিলেছে। নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মুনসুর রহমান জানান, ব্রিজটি সংস্কার করার ব্যাপারে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলেই কাজ শুরু করা হবে।

সর্বশেষ খবর