শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

এক দিনে বজ্রপাতে ১২ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

এক দিনে বজ্রপাতে ১২ প্রাণহানি

হবিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, চট্টগ্রাম, মৌলভীবাজার, নোয়াখালী ও জয়পরহাটে গতকাল বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই শিক্ষার্থী রয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- হবিগঞ্জ : জেলায় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন-বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের দরদ মিয়ার ছেলে ওরখাইদ (১১), মানিকা গ্রামের আব্দুস ছালামের ছেলে নছর উদ্দিন (১৭) ও আজমিরীগঞ্জ উপজেলার নয়ানগর গ্রামের সমর আলীর ছেলে লিলু মিয়া (১৬)। বাহুবল থানার ওসি জানান, নোয়াঐ গ্রামের ওরখাইদসহ তিনজন বাড়ির পাশের খালে মাছ মারতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ওরখাইদ। আহত হন তার ভাই জুনাইদ ও বন্ধু ওসমান আলী। এদিকে সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের নছর উদ্দিন হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। আজমিরীগঞ্জ থানা পুলিশ জানায়- উপজেলার নয়াগড় গ্রামের লিলু মিয়া (১৬) সকালে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন। ময়মনসিংহ : ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রবিন (১২), ইমরান (২২) ও আবদুল মোতালেব (৫০)। ফুলবাড়িয়া থানার ওসি জানান, আছিম পাটুলী ইউনিয়নে খাম খেয়ালী বাজার সংলগ্ন ফুটবল খেলতে গিয়ে রবিন, ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যানন্দ গ্রামের ইমরান ও মাঠে কাজ করার সময় গরু ব্যবসায়ী মোতালেব বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। বগুড়া : সারিয়াকান্দি উপজেলায় দুপুরে যমুনা নদীর কুরিপারা চরে বজ্রপাতে লেবু মিয়া (৩২) নামে একজন নিহত হন। তিনি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের বুলু প্রামাণিকের ছেলে। এছাড়া কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল বাজারে বজ্রপাতে মোকলেছার রহমান (৫৫) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম : মিরসরাই উপজেলার পশ্চিম পোলমোগরা গ্রামে বজ্রপাতে তুহিন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তুহিন পশ্চিম পোলমোগরা গ্রামের গোলবক্স মিস্ত্রি বাড়ির প্রবাসী বাবুলের ছেলে ও খৈইয়ছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। তুহিনের চাচা রফিকুল ইসলাম বলেন, ‘মরিচ তোলার জন্য তুহিন জমিতে যায়। আমি তার পাশের জমিতে ছিলাম। তখন বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তুহিন। মৌলভীবাজার : কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুরে বজ্রপাতে সপ্তম শ্রেণীর ছাত্র জুবের উদ্দিন বেপারির মৃত্যু হয়েছে। সে উজিরপুর এলাকার আমিন উদ্দিন বেপারির ছেলে। নোয়াখালী: হাতিয়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার স্বর্ণদ্বীপে মাটিকাটার কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত রফিক উল্যাহ (৩৮) সুবর্ণচর উপজেলার মধ্য চরবাটা গ্রামের শফি আলমের ছেলে। জয়পুরহাট : সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামে বজ্রপাতে সুকুমল সরকার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকালে ঝড়-বৃষ্টির সময় নিজ বাড়ির বাইরে টিউবওয়েলে গোসল করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুকুমল পূর্ব পারুলিয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে।

সর্বশেষ খবর