শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

নির্মাণের ৬ মাসে ধসে পড়ল সড়ক

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নির্মাণের ৬ মাসের মাথায় ধসে পড়েছে একটি সড়ক। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ। তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নি¤œমানের কাজ করায় এমন হয়েছে। সূত্র জানায়, ২০১৯ সালে উপজেলার দশঘর মাচুখালি বাজার রাস্তারমুখ থেকে দশঘর জামে মসজিদের পূর্ব পর্যন্ত ৫০০ মিটার সড়ক নির্মাণে দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমা কনস্ট্র্রাকশন। গত নভেম্বরের শেষ দিকে কাজ শেষ করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। জানুয়ারিতে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটি। স্থানীয়রা জানান, কার্পেটিংয়ের আগেই দেবে যায় সড়ক। তবু তার ওপরই কার্পেটিং করা হয়। এ কারণে নতুন সড়ক এখন ব্যবহার অনুপযোগী। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমা কনস্ট্রাকশনের কারও বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, সরেজমিন সড়ক পরিদর্শন করে সংস্কারের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর