শিরোনাম
শুক্রবার, ৫ জুন, ২০২০ ০০:০০ টা

হাকিমপুরের আড়তে দাম কমেছে পিয়াজের

দিনাজপুর প্রতিনিধি

করোনা মহামারীর কারণে ভারত থেকে পিয়াজসহ অন্য পণ্য আমদানি বন্ধ হলে দেশের বাজারে বাড়তে থাকে পিয়াজের দাম। চলতি সপ্তাহে রেলযোগে দিনাজপুরের বিরল হয়ে ভারত থেকে পিয়াজ আমদানি শুরু হয়। ইতিমধ্যে হিলিসহ আশপাশের এলাকায় পিয়াজের দাম কমতে শুরু করেছে। সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। জানা যায়, লকডাউনের সময় হাকিমপুরের স্থানীয় বাজারে প্রতিকেজি পিয়াজ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকায়। গত দুই দিনের ব্যবধানে কেজিতে ৭-৮ টাকা কমে হিলির আড়তগুলোতে প্রকারভেদে প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে ১৬-১৮ টাকা কেজি দরে। হিলি স্থলবন্দরের পিয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, আড়তগুলোতে পিয়াজ সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে।

সর্বশেষ খবর