শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

পদ্মা নদীতে ট্রলারডুবি পাঁচ শ্রমিক নিখোঁজ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবে পাঁচ শ্রমিক নিখোঁজ হয়েছেন। উপজেলার আকটের চর ইউনিয়নের শয়তানখালী নামক স্থানে মাঝ পদ্মায় গতকাল সকালে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা দিনভর চেষ্টা চালিয়ে কাউকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজদের মধ্যে দুজনের বাড়ি সদরপুর উপজেলায়। বাকি তিনজন চুয়াডাঙ্গা জেলার বলে জানা গেছে। এলাকাবাসী জানান, আকটের চর ইউনিয়নের নওয়াব মোল্লার ঘাট থেকে সকালে ২৬ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার সতেরবিঘা চরে জমির বাতাম তুলতে রওয়ানা হয়। ট্রলারটি মাঝ পদ্মায় গেলে তীব্র বাতাস ও স্রোতের কারণে ডুবে যায়। ২১ জন শ্রমিক ও ট্রলার চালক সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও ৫ জন ডুবে যায়। নিখোঁজরা হলেন- রুবেল বেপারী, শহিদুল বেপারী, শাহাবুল, মিলন মিয়া ও আব্দুর রাজ্জাক। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকার কারণে নিখোঁজ ৫ জনের লাশ ভেসে যেতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। সদরপুরের ইউএনও পুরবী গোলদার জানান, খুলনা থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কারও সন্ধান মেলেনি।

সর্বশেষ খবর