শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

অন্যরকম উৎসব কান্তজীউ মন্দিরে

দিনাজপুর প্রতিনিধি

অন্যরকম উৎসব কান্তজীউ মন্দিরে

কান্তজীউ মন্দিরে দূরত্ব বজায় রেখে করা হয় ধর্মীয় কার্যক্রম -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের কারণে ভক্ত-পুণ্যার্থীর জমায়েত ও মেলার আয়োজন করা হয়নি। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু নিয়ম রক্ষার্থে সীমিত আয়োজনে এবার ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে কান্তজীউর যুগল বিগ্রহের স্নান উৎসব পালিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় কান্তজীউ মন্দিরে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বৈদিক মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে চলে স্নানযাত্রা উৎসব। মন্দিরের পুরোহিত পুলিন চক্রবর্তী জানান, বাংলা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী কান্তজীউ যুগল বিগ্রহের এ স্নানযাত্রা পালন করা হয়। এ সময় সাত ঘাট থেকে সংগ্রহ করা জল শুদ্ধিকরণ করে ১০৮টি মাটির কলসে সেই পুণ্য জল দিয়ে যুগল বিগ্রহকে স্নান করানো হয়। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্ববাসী করোনা সংক্রমণ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে দেবতার কাছে বিশেষ প্রার্থনা করে।

সর্বশেষ খবর