শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

সোনাতলায় প্রস্তুত হচ্ছে বাইচের নৌকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সোনাতলায় প্রস্তুত হচ্ছে বাইচের নৌকা

বগুড়ার সোনাতলায় আষাঢ়-শ্রাবণ মাসের অপেক্ষায় রয়েছেন বাইচের নৌকার খেলোয়াড়রা। এরই মধ্যে ওই উপজেলার বিভিন্ন এলাকায় বাইচের নৌকা তৈরির ধুম পড়েছে। সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১১-১২ কিলোমিটার দক্ষিণে সোনাকানিয়া গ্রামের অবস্থান। ওই গ্রামের সামনে দিয়ে প্রবাহিত খরস্রোতা বাঙালি ও সুখদহ নদী। স্বাধীনতার পর থেকে প্রতিবছর ওই গ্রামের মানুষ চাঁদা তুলে বাইচের নৌকা তৈরি করে থাকেন। সোনাকানিয়া ছাড়াও মধুপুর, আড়িয়ারঘাট, তেকানীচুকাইনগর, পাকুল্যা ও কাচারীবাজার এলাকায় তৈরি করা হয় বাইচের নৌকা। প্রতিবছর উপজেলার ৩-৪টি স্থানে নৌকাবাইচ খেলার আয়োজন করা হয়ে থাকে। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

সর্বশেষ খবর