শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

১২ দিন লকডাউনের পর চালু নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স

লাকসাম প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স ১২ দিন লকডাউন থাকার পর বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হয়েছে চিকিৎসাসেবা। স্বাস্থ্য কমপ্লেক্সের সাত চিকিৎসকসহ ১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছিল। জানা যায়, গত ২০ মে নাঙ্গলকোটের কয়েকজন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীর নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ২৩ মে উপজেলা স্বাস্থ্যবিভাগের সাত চিকিৎসকসহ হাসপাতালের ১০ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা পজিটিভ হলে হাসপাতালটি লকডাউন করা হয়। বিষয়টি আরও নিশ্চিত হতে গত ২৪ মে নাঙ্গলকোট স্বাস্থ্যবিভাগের চিকিৎসকসহ ৫০ জন স্বাস্থ্যকর্মীর নমুনা ঢাকা মহাখালীর আইইডিসিআর-এ পাঠানো হয়। তাদের মধ্যে ৪৪ জনের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যবিভাগের সাতজন চিকিৎসক, একজন সিনিয়র স্টাফ নার্স, একজন মেডিকেল টেকনোলজিস্ট ও একজন স্যাকমো রয়েছেন। এ রিপোর্ট আসার পর স্বাস্থ্য কমপ্লেক্স চালু করা হয়।

সর্বশেষ খবর