শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

রাঙামাটিতে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত

প্রস্তুত আশ্রয় কেন্দ্র

রাঙামাটি প্রতিনিধি

টানা বৃষ্টিতে রাঙামাটি শহরের ৩১টি স্থানকে পাহাড় ধসের ঝুকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ১০ উজেলায় সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। তিনি বলেন, প্রতিবছর বর্ষ মৌসুমে পাহাড় ধসের ঘটনা ঘটে রাঙামাটিতে। এবার বর্ষার আগে মানুষকে সচেতন করতে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এরই মধ্যে পাহাড়ে শুরু হয়েছে ভারি ও মাঝাড়ি বৃষ্টি। বৃষ্টিতে পাহাড় ধস ও ক্ষতি এড়াতে এখন থেকে রাঙামাটি পৌরসভার প্রায় ৩১টি স্থান ঝুঁকিপুর্ণ চিহ্নিত করা হয়ছে। একই সঙ্গে যারা পাহাড়ের পাদদেশে বাস করে তাদের নিরাপদ স্থানে চলে যেতে বার বার নির্দেশ দেওয়া হচ্ছে।

শুধু তাই নয়, রাঙামাটির বাকি ১০টি উপজেলায়ও সতর্কতা বার্তা জারি করা হয়েছে। গতকাল শহরের ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করে রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্ররা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সাইন বোর্ড দিয়ে সতর্কতা বার্তা জারি করে স্থানীয় প্রশাসন।

 

সর্বশেষ খবর