শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

মদের দোকানে মল ছিটিয়ে প্রতিবাদ

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে রয়েছে চোলাই মদের দোকান। ওই মদের দোকানে হরিজন সম্প্রদায়ের লোকজনকে প্রাপ্যতা অনুযায়ী চোলাই মদ না দিয়ে কার্ডবিহীন মুসলিমদের কাছে মদ বিক্রিসহ অসদাচরণ ও হুমকি-ধমকির প্রতিবাদে মল ছিটিয়ে বিক্ষোভ করা হয়েছে। গতকাল সকালে বিক্ষোভকারীরা দোকানি নিরঞ্জনকে ঘেরাও করলে উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ হরিজনদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পরিস্থিতি শান্ত করেন।

হরিজনদের অভিযোগ, চোলাই মদে পর্যাপ্ত পানি, নিশাদল ও ঘুমের বড়ি মিশিয়ে তাদের কাছে চড়া দামে বিক্রি করা হয়। ২৬ জন কার্ডধারী থাকলেও মদ দেওয়া হয় মাত্র চারজনকে। প্রতিবাদ করলে মারধর ও মামলার ভয়ভীতি দেখায় মদ ব্যবসায়ী নিরঞ্জন। দোকানি নিরঞ্জনের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় লোকজনও প্রতিবাদ জানিয়েছেন। হরিজনদের অভিযোগ অস্বীকার করে নিরঞ্জন ঘোষ বলেন, তাদের চাহিদামতো মদ না দেওয়ায় মিথ্যা দোষারোপ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদফরের জেলা অফিসকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর