শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

সোনাতলায় শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি না নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলায় স্কুল-মাদ্রাসা ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে করোনাকালীন সময়ে টিউশন ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লিটন জানান, যেহেতু করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অন্যদিকে যমুনা ও বাঙালি নদী বেষ্টিত এলাকার শতকরা ৮৫ ভাগ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত। প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে অভিভাবকদের সংসার চালাতে হয়। সেজন্য করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান জানান, উপজেলা পরিষদ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ-সংক্রান্ত পত্র পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি দাখিল মাদ্রাসা, ৭টি কারিগরি ও ৫টি উচ্চ মাধ্যমিক কলেজে আড়াই লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, সোনাতলা উপজেলায় বেসরকারিভাবে প্রতিষ্ঠিত কয়েকটি প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী বেতন সাধারণ অভিভাবকের নাগালের বাইরে।

সর্বশেষ খবর