রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

শর্ত সাপেক্ষে আজ বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

বন্ধ ছিল টানা ৭৫ দিন

বেনাপোল প্রতিনিধি

টানা ৭৫ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে আজ সকাল থেকে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় দুই দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে ভারতের বারাসাতের জেলা ম্যাসিট্রেট স্বাক্ষরিত পত্রে জানানো হয় শর্ত সাপেক্ষে আগামী ৭ জুন শুরু হয়ে প্রাথমিকভাবে ১৪ জুন পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি রফতানি চালু থাকবে। এজন্য ভারতের পেট্রাপোল বন্দরে ১০০ জন ট্রাকচালককে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হয়েছে। শুধু ওই চালরাই পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা থাকায় সীমান্ত অতিক্রমের আগেই গাড়ি চালকদের শারীরিক পরীক্ষা করা হবে। এছাড়া ট্রাকগুলো উভয় দেশে স্যানিটাইজ করা হবে। ফেরার সময়ও চালকদের শারীরিক পরীক্ষা করা হবে। বাধ্যতামূলক ট্রাক ড্রাইভাদের পিপিই পরিধান করতে হবে। সেই সঙ্গে দ্রুত পণ্য খালাস করে দিনে দিনে ট্রাকগুলো ফিরে যাবে। এদিকে বন্দর সচল হচ্ছে এমন খবরে বন্দর এলাকার লক্ষাধিক মানুষ যেন প্রাণ ফিরে পেয়েছে।

সর্বশেষ খবর