সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

ট্রাক্টরসহ ভেঙে পড়ল সেতু, চালকের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় ট্রাক্টরসহ সেতু ভেঙে পড়ে মারা গেছেন চালক। পটুয়াখালী ও নাটোরে সড়কে প্রাণ গেছে দুজনের। নেত্রকোনায় খাদ্য গুদামের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে লড়ি। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : দেবিদ্বারে বালুবোঝাই ট্রাক্টরসহ সেতু ভেঙে পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নে গতকাল এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম রাসেল মিয়া (২৭)। তিনি দেবিদ্বার পৌরসভার পুরাতন বাজার এলাকার শহীদের ছেলে। জানা গেছে সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচলের অনুপযোগী হয়ে ছিল। পটুয়াখালী : ট্রাকের ধাক্কায় রুনা বেগম (৩০) এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার স্বামী আমীর হোসেন ও আট মাসের শিশুপুত্র আব্দুর রহমান আহত হয়েছেন। বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পটুয়াখালী শহরের চৌরাস্তা নামক স্থানে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নাটোর : সিংড়ায় গতকাল মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরবাইক চালক জালাল ম-ল (৩২) নিহত হয়েছে। তিনি নাটোর বেলঘড়িয়া এলাকার আব্দুল জলিলের ছেলে। নেত্রকোনা : মোহনগঞ্জ গতকাল খাদ্য গুদামের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে গেছে দ্রুতগতির একটি লড়ি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সর্বশেষ খবর