সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

বেনাপোলে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু

বেনাপোল প্রতিনিধি

টানা ৭৫ দিন বন্ধ থাকার পর অবশেষে গতকাল শর্ত সাপেক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ভারতের বারাসাতের জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় শর্ত সাপেক্ষে ১৪ জুন পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি রফতানি চালু থাকবে। পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত জানানো হবে। বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর