সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

মসজিদের ইমাম গ্রেফতার টাকা-স্বর্ণালঙ্কার উদ্ধার

সপরিবারে ব্যাংক কর্মকর্তা খুন

পাবনা প্রতিনিধি

পাবনা শহরে সপরিবারে ব্যাংক কর্তা খুনের ঘটনায় স্থানীয় মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নিহতের বাসা থেকে চুরি যাওয়া টাকা-স্বর্ণালঙ্কার উদ্ধার। গতকাল পাবনা জেলা পুলিশ লাইনস অডিটোরিয়ামে ওই হত্যার বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন- দিলালপুরে ফায়ার সার্ভিস স্টেশন মসজিদে নামাজ পড়তে আসতেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার। সেখান থেকেই মসজিদের ইমাম তানভীর ইসলামের (২৫) সঙ্গে তার পরিচয়। ধীরে ধীরে নিঃসন্তান আব্দুল জব্বার ও সুম্মা খাতুন দম্পতির আপন সন্তানের মতই ওঠে তানভীর। কখনো রাতের খাবার শেষে ওই বাড়িতে রাত্রি যাপনও করতেন তিনি। পুলিশ সুপার জানান, সম্পত্তির লোভে তানভীর তাদের হত্যার পরিকল্পনা করেন। গত ৩১ মে তানভীর রাত্রি যাপনের উদ্দেশ্যে ওাই বাড়ি যান। রাতের খাবার পর পারিবারিক আলাপ শেষে আব্দুল জব্বারের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরিকল্পনা অনুযায়ী মাঝরাতে ঘুম থেকে উঠে ঘুমন্ত আব্দুল জব্বারকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে পাশের ঘরে ঘুুমিয়ে থাকা সুম্মা খাতুন ও সানজিদাকেও হত্যা করেন তিনি।

সর্বশেষ খবর