মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

বিভিন্ন স্থানে সরকারি চাল-গম জব্দ

প্রতিদিন ডেস্ক

চুয়াডাঙ্গা, নওগাঁ, নেত্রকোনা ও টাঙ্গাইলে সরকারি এবং ত্রাণের বিপুল পরিমাণ চাল ও গম জব্দ করা হয়েছে। নেত্রকোনার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গায় সিলগালা করে দেওয়া হয়েছে একটি গুদাম। প্রতিনিধিদের খবর- চুয়াডাঙ্গা : পৌর এলাকার সাতগাড়ি গ্রামে এক ব্যবসায়ী গুদাম থেকে এক হাজার ২৬৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা খাদ্য অধিদফতরের যৌথ টিম গতকাল সকালে এ অভিযান চালায়। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ : পোরশা উপজেলায় খাদ্য অধিদফতরের সিলযুক্ত ১৮০ বস্তা গম রবিবার রাতে নিতপুর পূর্ব দিয়াড়াপাড়া গ্রামের এক বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা ট্রাক্টর থেকে জব্দ করেছে পুলিশ। জব্দ চাল ও ট্রাক্টরটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নেত্রকোনা : কেন্দুয়া উপজেলায় ত্রাণের ৩৬ বস্তা চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রলিচালক সাগর মিয়াকে (২০) আটক করা হয়। গতকাল বেলা ১১টার দিকে বলাইশিমুল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। চালগুলো কেন্দুয়া থানা হেফাজতে রাখা হয়েছে। টাঙ্গাইল : ধনবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ত্রাণের ৭১ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। মধুপুরের ইউএনও আরিফা জহুরা ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইচ প্রসেসিং মিলে অভিযান চালিয়ে রবিবার রাতে এ চাল জব্দ করেন।

সর্বশেষ খবর